শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার
নিজস্ব প্রতিনিধি:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় আজ মঙ্গলবার (৪ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় শহীদ মামুন মাহমদু পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার মহোদয় প্যারেড গ্রাউন্ডে (পিটি) গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের পড়ালেখা, স্বপ্ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকা, মাদক থেকে দূরে থাকা, মনোযোগ সহকারে পড়ালেখা করা, পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকা অত্যন্ত জরুরি। পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে মানুষ হিসেবে আদর্শ জীবন গড়ার আহ্বান জানান তিনি।
তিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে বলেন, “মনোযোগ দিয়ে লেখাপড়া করলে এবং ভালো কাজের প্রতি নিষ্ঠা রাখলে জীবনে বড় কিছু অর্জন করা সম্ভব।”
এসময় উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ফোর্স) জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ইয়াকুব আলী , গভর্নিং বডির সদস্য এবং অন্যান্য শিক্ষকবৃন্দ
