আইন সুরক্ষা ফাউন্ডেশন আসুফ এর ৬৫ সদস্য বিশিষ্ট রাজশাহী বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিনিধি:
আইন সুরক্ষা ফাউন্ডেশন এর ৬৫ সদস্য বিশিষ্ট রাজশাহী বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন।জাতিসংঘ (UN) তালিকাভুক্ত এবং বাংলাদেশ সরকার রেজিস্ট্রেশনকৃত গত ১২ নভেম্বর ২০২৫ বুধবার কেন্দ্রীয় কমিটির পরিচালক এম এ আরিফ রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি ও অধ্যাপক জামাল দ্বীন সুমন (অব)কে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট রাজশাহী বিভাগীয় কমিটির প্রস্তাবনা দেয়া হয়।এতে আইন সুরক্ষা ফাউন্ডেশন (আসুফ) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃফয়সাল হোসেন সরদার কমিটির পত্রটি গ্রহণ করেন এবং সম্মতি জ্ঞাপন করে রাজশাহী বিভাগীয় কমিটির অনুমোদন দেন।
উক্ত কমিটিতে রয়েছেন সভাপতি এম এ আরিফ, সহ-সভাপতি মো:রবিউল ইসলাম, মো: মাতলুব হোসেন, সাধারণ সম্পাদক জামাল দ্বীন সুমন, সহ-সাধারণ সম্পাদক নেকবর রেজা চৌধুরী, মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: আপেল মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মমিন জাদরান অর্থ সম্পাদক সিদ্দিক আলী শাহীন, সহ-অর্থ সম্পাদক মোসা:মাহফুজা খাতুন বৃষ্টি, দপ্তর সম্পাদক মো: মুরাদ হোসেন, সহ-দপ্তর সম্পাদক ফেরদৌস আলম বিদ্যুৎ, আইন বিষয়ক সম্পাদক এড,আলেক শেখ সহ-আইন বিষয়ক সম্পাদক এড, সানোয়ার হোসেন শামীম (সিরাজগঞ্জ) এ আরাফাত হোসেন মনু (জয়পুরহাট)এড, ফোরকান আলী (পাবনা)এড, মোশেদ আলম ডিটল (নাটোর)এড, আব্দুস সালাম (চাঁপাইনবাবগঞ্জ) এড, মিনা খাতুন তৃষা( নওগাঁ )এড, মোস্তাফিজুর রহমান (রাজশাহী) এড, শহিদুল ইসলাম (রাজশাহী )প্রচার সম্পাদক মোসা: আশা খাতুন, গণমাধ্যম বিষয়ক সম্পাদক কলি মোহাম্মদ, সহ-গণমাধ্যম বিষয়ক সম্পাদক এস এম আদিলুল আনাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তারানা আকতার জিনিয়া, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিভিয়া আক্তার, পরিকল্পনা বিষয়ক সম্পাদক, মো: মাইনুল হক মানা সহ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক, জীবন মাহমুদ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ডা: রানা মাহফুজুল হকসহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ডা: পরেশ চন্দ্র থামারু, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান প্রিন্স, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম রেজা ,মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী আক্তার,সহ মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা সিমা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল হক, নির্বাহী সদস্য বাবলু আলী, মোঃ শরিফুল আওলাদ, তোফায়েল আহমেদ, মোঃ মতিউর রহমান মাতলুব হোসেন, রেজওয়ান মাহমুদ রুপম, মো: আবুল কালাম আজাদ, মোঃ মুকুল শেখ, আলমগীর মোর্শেদ রঞ্জু, মো: রুহুল হাসান পলাশ, মোসা: টিলা খাতুন, মোসা: কাকলী, মো: তাসলিম, মো: তুষার, মো:নুরুল ইসলাম, মোসা: আক্তার বানু সুমাইয়া, হাজ্জাজুল ইসলাম হৃদয়, রায়হান রেজা সুমন, মো: মাহফুজ আলম, আবুল কালাম আজাদ,মো: মোস্তাফিজুর রহমান, মোঃমুরাদ হোসেন, শামসুল আলম স্বপন ,মোঃ সুজন মোহাম্মদ রিপন, মোহাম্মদ আলী, রায়হান রেজা সুমন, ইসমাইল হোসেন নবী, মোঃজাকিউল ইসলাম পরশ, পরবর্তীতে উক্ত বিভাগের প্রতিটি জেলায় কমিটি দেয়া হবে সেই কমিটি বিভাগের নির্দেশক্রমে কাজ করবে।

