বগুড়ার ধুনটে পুরোনো গাড়ি ভাঙচুর মামলায় যুবলীগ নেতা বেল্লাল হোসেনের গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি :
বগুড়ার ধুনটে ২০১৮ সালের আলোচিত গাড়ি ভাঙচুর মামলার এক আসামি হিসেবে উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বেল্লাল হোসেন (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
থানা পুলিশ জানায়, সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় গোসাইবাড়ী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত বেল্লাল হোসেন গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডুড়ী গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ১১ ডিসেম্বর ধুনট শহরের কলাপট্টি এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নেওয়া বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলা চালানো হয়। ওই ঘটনায় দুটি জিপ, দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং প্রায় ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠে।
পরবর্তীতে গত বছরের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আসামিদের মধ্যে একজন হিসেবে বেল্লালকে চিহ্নিত করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল আলম বলেন, “হামলা মামলার এক আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
