পোরশায় জমি সাব-লিজ দিবে বলে ১০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি:
বোয়ালিয়া থানায় ১০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলার পোরশা থানার মহাডাঙ্গা গ্ৰামের ইকবাল কবির( ৪৭) পিতা মাইনুল ইসলাম, এর ছেলের বিরুদ্ধে, জমি সাব-লিজ দেয়ার প্রতিশ্রুতি দেয়ে ১০ লক্ষ নগদ টাক আত্মসাতের অভিযোগ উঠেছে
ভুক্তোভুগী আশিকুর রহমান জানান বিবাদী ইকবাল কবির জমি লিজ দেয়ার ৩ মাস পার হয়ার পরও জমি দখল বুঝিয়ে দেয়নি কথা ছিল যদি কোনো কারণে জমি দখল বুঝিয়ে দিতে ব্যর্থ হয় টাকা ফেরত দিবেন এই মর্মে টাকা নিয়ে এখন বিভিন্ন তালবাহানা ও সময় কালখেপোন করছে টাকা আত্মসাতের অসৎ উদ্দেশ্যে নিরুপায় হয়ে বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায় ভুক্তোভুগী নওগাঁ জেলার সাপাহার থানার জয়পুর গ্ৰামের আশিকুর রহমান, (২৮) পিতা আশরাফুল ইসলাম,লিজ বাবোদ ১০ লক্ষ টাকা রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার সিরোল ( ৪৫২) নং হোল্ডিং টিকাপাড় চায়ের দোকানে ইংরেজি ১/৭/২০২৫ তারিখে সাক্ষীদের উপস্থিতিসহ আরো লোকজনের উপস্থিতিতে জমি ও আমবাগান লিজ দেয়ার উদ্দেশ্যে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা করে ১০ লক্ষ নগদ টাকা গ্রহণ করেন। বিবাদী ইকবাল কবির,
