নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক ৪র্থ পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি:
প্রতিপাদ্য: “থাকবে পুলিশ জনপদে, ভোট দেবেন নিরাপদে”আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠভাবে ও দক্ষতার সঙ্গে পালনের লক্ষ্যে পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও পেশাগত দক্ষতা উন্নয়নমূলক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার (৪র্থ পর্যায়ের ৬ষ্ঠ ব্যাচ) সমাপনী অনুষ্ঠান আজ সোমবার (০৩ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সের পিওএম কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম মহোদয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ফোর্স) জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ আরএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীবৃন্দ।
