নির্বাচন সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি ৯ম ব্যাচের উদ্বোধন:নাজমুল হাসান
নিজস্ব প্রতিনিধি:
আরএমপিতে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে ৪র্থ পর্যায়ের ৯ম ব্যাচের উদ্বোধন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম মহোদয়
প্রতিপাদ্য: “থাকবে পুলিশ জনপদে, ভোট দেবেন নিরাপদে”আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব আরও দক্ষতা, সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী সক্ষমতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালার (৪র্থ পর্যায়ের ৯ম ব্যাচ) উদ্বোধনী অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) সকাল ৯টায় আরএমপি লাইন্সের পিওএম কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম মহোদয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উপ-পুলিশ কমিশনার (ফোর্স); জনাব মো: গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপস অ্যান্ড প্রসিকিউশন) সহ আরএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীবৃন্দ।
