রাজশাহী ডিবি পুলিশ কর্তৃক পৃথক দুটি অভিযানে ১০২ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার: ৩
গত ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানার পিরোজপুর এলাকা থেকে বিকাল ৩০ টায় দুইজন মাদককারবারিকে ৫০ বোতল ফেন্সিডিল-সহ এবং বাঘা থানার আশরাফপুর এলাকা থেকে রাত সাড়ে ১০ টায় একজন মাদককারবারিকে ৫২ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে মো: মিজানুর রহমান মানিক (৪৫), মোসা: বেলী বেগম (৪০) ও মো: শাকিল আলী (২৩)। মিজানুর চারঘাট থানার চন্দনশহর গ্রামের আব্দুল হাকিমের পুত্র, বেলী একই থানার পিরোজপুর গ্রামের আবু বাক্কারের স্ত্রী এবং শাকিল বাঘা থানার পলাশী ফতেপুর (খানপুর নিচপাড়া) গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: ইনামুল ইসলাম ও ফোর্স-সহ গত ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী জেলার চারঘাট থানাধীন পিরোজপুর গ্রামস্থ অভিযুক্ত মোসাঃ বেলী বেগমের বসত বাড়ির উঠানে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিজেদের হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়কালে বিকাল ৩ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মো: মিজানুর রহমান মানিক ও মোসা: বেলী বেগমদ্বয়কে অবৈধ মাদকদ্রব্য ৫০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করে।
পৃথক আরেকটি অভিযানে, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: দাউদুজ্জামান আকাশ ও ফোর্স-সহ ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী জেলার বাঘা থানার আশরাফপুর গ্রামের জনৈক আলহাজ জাহাঙ্গীর আলম, পিতা-মৃত আনছার আলীর বসত বাড়ির সামনে পাকা রাস্তার সম্মুখ হতে রাত সাড়ে ১০ টায় অভিযুক্ত মো: শাকিল আলীকে অবৈধ মাদকদ্রব্য ৫২ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করে।
প্রসঙ্গত উল্লেখ্য, অপর দুইজন সহযোগী মাদকব্যবসায়ী অভিযুক্ত ১। মোঃ ইমন আলী (২৮), পিতা-গোলাম মোস্তাফা, সাং-ক্ষুদি ছয়ঘটি ও ২। মোঃ হাবিবুর রহমান (২৪), পিতা-মৃত ইউনুস মন্ডল, সাং-পলাশী ফতেপুর (খানপুর নিচপাড়া), উভয় থানা-বাঘা, জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।
ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট ও বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ দুইটি মামলা রুজু হয়েছে।