রাজশাহী নগরীতে বহুল আলোচিত, নির্মম, চাঞ্চল্যকর তৌহিদুল হত্যাকাণ্ডের রায় ঘোষণা করা হয়েছে।রায়ে ০২ জন আসামী ১)আরিফুল ২) স্বপন দ্বয়কে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ও অন্যান্য ০৬ জন আসামী শহিদুল , জালাল,মান্নান, রহিমুদ্দিন, জনাব আলী ও পারুল গণকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।তবে আসামী জনাব আলী অত্র মামলায় জামিন নেয়ার পর থেকেই পলাতক ছিল এছাড়া অন্যান্য আসামীগণ আদালতে উপস্থিত ছিলেন।
বুধবার (০৯ অক্টোবর) মহানগর দায়রা জজ আদালতের বিচারক আল আসাদ মোঃ আসিফুজ্জামান দুপুর অনুমান ২.৩০ ঘটিকায় উক্ত রায় ঘোষণা করেন।রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী, বাদীপক্ষের আইনজীবী ও বাদী তহিদুল ইসলামের পিতা মেহের আলীসহ তহিদুল এর আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১ মে রাত ০৯ (নয়টার) সময় রাজপাড়া থানা এলাকায় হাড়ুপুর গ্রামে প্রগতি স্কুল মাঠে তহিদুল ইসলাম (২৬) কে পূর্বের শত্রুতার জের হিসেবে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়। নিহত তহিদুল ইসলামকে টর্চ লাইট জ্বালিয়ে বাড়ি ফেরার সময় প্রগতি স্কুল মাঠে নৃসংশভাবে ধারালো দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যা করে এলাকার একদল মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা।এরপর নিহতের পিতা মেহের আলী বাদী হয়ে মোট ১০ জন আসামীর নামে মামলা করলে আদালত দুইজন আসামীকে সরিফা ও আঙ্গুরা কে আগে বাদ দেয়া হয়।
রায় ঘোষণার পর আসামীপক্ষের আইনজীবি ও আসামীপক্ষের লোকজনের বক্তব্য নেয়ার জন্য খুঁজলেও তাদের পাওয়া যায়নি।
রায়ে নিহত তহিদুল ইসলামের পিতা বাদী মেহের আলীকে রায় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি সংক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।তিনি দাবী করেন ন্যায় বিচার থেকে তিনি বঞ্চিত হয়েছেন এবং এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
বাদী আরও বলেন যে,শত শত লোকজনের সামনে মাদক ব্যবসায়ীরা তার পুত্র তহিদুল ইসলামকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে।প্রতিটি স্বাক্ষী আদালতে সকল আসামিদের সম্পৃক্ত থাকার কথাও বলেছেন।তারপরও কেন সর্বোচ্চ শাস্তি হল না বা অন্যান্য সকল আসামীকে কেন খালাস দেয়া হল তা তিনি বুঝতে পারছেন না।খালাস পাওয়া আসামী জনাব আলী আদালতে জামিন নেয়ার পর থেকেই পলাতক আছে তাকেও খালাস প্রদান করা হয়েছে। যা নজিরবিহীন ঘটনা বলেও উল্লেখ করেন বাদী।
রায়ে নিহত তহিদুল ইসলামের ভাই আনারুল ইসলামও সংক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং এই রায় প্রত্যাখান করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান।