সরকারকে বেকায়দায় ফেলতে দেশি-বিদেশি বিভিন্ন এজেন্সি অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে: নুরুল
ক্রাইম নিউজ প্রতিদিন : ডেস্ক
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বর্তমান সরকারকে ব্যার্থ প্রমাণ করতে দেশি-বিদেশি বিভিন্ন এজেন্সি বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে পতিত সরকারের অনেকেই দেশব্যাপী অপকর্ম করছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর আমন্ত্রণে ঢাকা মহানগর পুলিশ সদরদপ্তরে এক স্বাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় নুর বলেন, পট পরিবর্তনের পর অনেক শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বের হয়ে আবারও রাজত্ব গড়ে তোলার চেষ্টা করছে। ডিএমপি পুরোপুরি সক্রিয় না হলে দেশের অবস্থা আরও খারাপ হবে। এছাড়া আগের সরকারের অনেকে এখনও ধরাছোঁয়ার বাইরে তাদের গ্রেপ্তার না করতে পারলে তারাও সরকারকে বেকায়দায় ফেলতে চাচ্ছে। এ সময় বাংলাদেশ পাকিস্তানের কাতারে যাচ্ছে এটা অনেকে দেখাতে চাচ্ছে- এই বিদেশি তৎপরতা যাতে সঠিক প্রমাণ না হয় সেজন্যও পুলিশকে পদক্ষেপ নেয়ার আহ্বান।
নুর আরও বলেন, বর্তমান সরকারের জনসমর্থন অনেক থাকলেও তারা তা কাজে লাগাতে পারেনি। এছাড়া নির্বাচন হয়ে গেলেই সব সমস্যার সমাধান হবে এমনটাও মনে করেন না তিনি।