আওয়ামী লীগের সহচর সাংবাদিক ভুলে যাবেন না এটা বৈষম্যহীন জনতার দেশ
নিজস্ব প্রতিনিধি :
গত ৫ই আগষ্টের পরে দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটাই,তারই সুযোগ নিয়ে আরএমপি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে মিথ্যা বানোয়াট ও মনগড়া নিউজ প্রকাশ করেছে অনিবন্ধিত অনলাইন পোর্টাল তালাশ বিডি ডটকম সহ বিভিন্ন অনলাইন পোর্টালে। আওয়ামী স্বৈরাচারের সহচর সাংবাদিক মোঃ গোলাম রাব্বানী।
আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনের সুযোগ সুবিধা নেওয়া আওয়ামীলীগ পন্থী স্বৈরাচারের দোসর, কথিত নামধারি সাংবাদিক গোলাম রাব্বানী মাসুদ রানা, তার অনিবন্ধিত অনলাইন পোর্টালের ভারপ্রাপ্ত সম্পাদক "রাজশাহীর সময় ডটকম ", রাজশাহীর সময় ডটকম এর প্রকাশক মোঃ আনোয়ার হোসেন আওয়ামী স্বৈরাচার সরকারের দোসর, ৪নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পদধারী নেতাসহ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহব্বান জানিয়েছেন রাজশাহীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। মূল ধারার সাংবাদিক ও সুশীল সমাজের, প্রতিনিধিদের বিনীতভাবে অনুরোধ।
অনুসন্ধানে উঠে এসেছে,
গতকাল বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী সন্ধ্যায় আনুমানিক ৮ টার দিকে মতিহার থানাধীন তালাইমারি এলাকার অক্টোয় মোড়ে রবি মোটরসাইকেল গ্যারেজের সামনে সাংবাদিক সানোয়ার আরিফ কে বেপরোয়া গতিতে ছুটে আশা অবৈধ লেগুনা(ইমা) গাড়িটি পিছন থেকে ধাক্কা দিলে সে অল্পের জন্যে প্রাণে বেঁচে গেলেও, তাকে বরন করতে হয়েছে পুঙ্গত্ব, এই এক্সিডেন্টের খবর পেয়ে মতিহার থানার এস আই (সেকেন্ড অফিসার) আশেকুল ইসলাম তার ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ ইমা গাড়ি জব্দ করে অদক্ষ ড্রাইভিং লাইসেন্স বিহীন ইমা গাড়ির চালক মোঃসাফিয়ান ইসলাম সাফিন (২৪)কে গ্রেফতার করে মতিহার থানায় নিয়ে যায়।
এই দূর্ঘটনার খবর পেয়ে হিউম্যান হোলার মালিক সমিতির প্রতিনিধি দলসহ আওয়ামী পন্থী সাংবাদিক গোলাম রাব্বানী মাসুদ রানা মতিহার থানায় এসে অবৈধ ইমা গাড়িসহ চালককে ছাড়ানোর জন্য জোরালো সুপারিশ করেন, এস আই (সেকেন্ড অফিসার) আশেকুল ইসলাম আশিক ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মালেক এর কাছে।
তাদের এই অনৈতিক চাওয়াকে এসআই আশিক ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোন ভাবেই মেনে না নেওয়াই আওয়ামী পন্থী সাংবাদিক গোলাম রব্বানী মাসুদ রানা ক্ষোভের বশীভূত হয়ে "চালান দেওয়া আসামি পথে থেকে ফিরিয়ে থানায় নিয়ে যায় পরে ছেড়ে দেওয়ার অভিযোগে শিরোনামে" মতিহার থানার সেকেন্ড অফিসারের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও মনগড়া ভিত্তিহীন নিউজ প্রকাশ করেছে, আওয়ামী লীগের দোসর সাংবাদিক গোলাম রাব্বানী। তার এই মিথ্যা বানোয়াট মনগড়া নিউজের প্রতিবাদ করেছেন এলাকাবাসী ও সুশীল সমাজ ।
অনুসন্ধানে আরও উঠে এসেছে।
এসআই(সেকেন্ড অফিসার) আশেকুল ইসলাম আশিক ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আঃ মালেক অত্র থানায় যোগদানের পর থেকে এলাকায় মাদক, চাঁদাবাজি, চুরি, ছিনতাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তার এই মহতি উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
এ বিষয়ে মতিহার থানার এসআই আশেকুল ইসলাম আশিকের কাছে জানতে চাইলে তিনি বলেন পুলিশ একটি জনসেবা মূলক প্রতিষ্ঠান, পুলিশের ধর্ম জনগণের সেবা করা, সেটাই আমি সততার সহিত চালিয়ে যাওয়ার শতভাগ চেষ্টা করতেছি।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক'র কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি আমার ওপর অর্পিত গুরু দায়িত্ব সততার সহিত পালন করার চেষ্টা করে যাচ্ছি।ভিডিওসহ বিস্তারিত নিউজ লিংকে...