পাকিস্তানে সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা ১২ জন নিহত আহত ৩০
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা। মঙ্গলবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুতে জোড়া বোমা বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার ইফতার শেষে সেনাশিবিরে হামলা চালায় দুই আত্মঘাতী বোমারু। বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সেনাশিবিরের পাঁচিল ভেঙে ঢুকে পড়েন তাঁরা। এর পাশাপাশি আরও কয়েকজন গুলি ছুঁড়তে ছুঁড়তে সেখানে ঢুকে পড়েন। সেখানেই সেনার সঙ্গে গুলির লড়াই হয়। সম্প্রতি তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সাথে হাত মিলিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী জইশ উল ফুরসান। তারা এই হামলার দায় স্বীকার করেছে। সূত্রের খবর, দু'টি আত্মঘাতী গাড়ি বোমা ব্যবহার করে সেনাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। পাঁচ থেকে ছয়জনের জঙ্গি দল হামলাটি করেছে। নামপ্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি আধিকারিক এএফপি-কে জানিয়েছেন, পাল্টা গুলির লড়াইয়ে ছয় জন হামলাকারীর নিকেশ করা সম্ভব হয়েছে।
বান্নু জেলা হাসপাতালের মুখপাত্র মহম্মদ নোমান জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় বাড়ির ছাদ এবং পাঁচিল ভেঙে পড়েছে। হাসপাতালের ডাক্তার আহমেদ ফারাজ খান জানিয়েছেন, এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সাতজন শিশু। আহত হয়েছেন অন্তত ৩০। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলার নিন্দা জানিয়েছেন। প্রাণহানির ঘটনায় শোক প্রকাশও করেছেন। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর তদন্তের নির্দেশ দিয়েছেন।
গত ২৮শে ফেব্রুয়ারি খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি মাদ্রাসায় শুক্রবারের নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় বিস্ফোরণে তালেবানপন্থী শীর্ষস্থানীয় ধর্মগুরু হামিদুল হক হাক্কানি এবং আরও চারজন নিহত হন। আহত হন অন্তত ২০ জন।