মায়ের মৃত্যু বার্ষিকীতে ইফতার আয়োজন অসহায় রা পেলো ঈদবস্ত্র
ঈদের সময় গরীবদেরকে বস্ত্র বিতরণের হিড়িক পড়ে শহর, বাজার কিংবা গ্রামে। কিন্তু রমজানের দ্বিতীয় দিনেই গ্রামের অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী ও নতুন কাপড় বিতরণ করেছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা ও রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ( আরএমপি) ৩ নাম্বার ওয়ার্ডের কামার ধাদাশ গ্রামের সাবনাজ বেগম।
সোমবার রোজার ইফতারের দাওয়াত দিয়ে গ্রামের মানুষকে তার বাড়িতে আপ্যায়ন করেন তিনি। সেখানে প্রায় ৫০০ জনের উপস্থিতি ছিলো বলে জানা যায়। তার পাশাপাশি ঘোষণা ছাড়ায় অসহায়দের হাতে কাপড় তুলে দেন তিনি। মহিলাদের মাঝে ১৮ টি কাপড়, পুরুষদের মাঝে ৫ টি লুঙ্গি ও ৮ টি গামছা দেন তিনি।
কাপড় পাওয়া মৃত আজিজুলের স্ত্রী ৬৭ বছর বয়সের বৃদ্ধা । তিনিও এসেছিলেন ইফতারির দাওয়াতে। তবে ইফতার করে চলে যাবার কথা ছিলো তার। কিন্তু হঠাৎ তার হাতে ধরিয়ে দেয়া হয় কাপড়৷ সেলিনা বলেন, রোজা খুলতে এসেছিলাম। ইফতার করে চলে যাচ্ছিলাম। কিন্তু আমার হাতে নতুন কাপড় ধরিয়ে দিলো৷ আমি খুব খুশি। আল্লাহ শাবনাজকে ভালো রাখুক।
মৃত ভুবনের স্ত্রী রসেনার বয়স ৭৫। তিনিও এসেছিলেন ইফতারে। নতুন কাপড় পেয়ে তিনি মহা খুশি বলে জানান সাংবাদিক কে।
এবিষয়ে জানতে চাইলে শাবনাজ বেগম জানান, আজ আমার মায়ের মৃত্যু বার্ষিকি। আমার মাকে যারা কবরে নামিয়েছিল, কবর যারা খুড়েছিলো তাদের লুঙ্গি গামছা দিয়েছি। সামনে রোজার ঈদ আছে যারা অসহায় মহিলা আছে তাদের কাপড় দিয়েছি৷ বাজেট অনুযায়ী মানুষ আসেনি তবে অনেকের বাড়িতে পৌছে দিয়েছি৷ আমি আজ অনেক খুশি৷ আমার মায়ের জন্য সবার কাছে দোয়া চাই৷