পাকিস্তানে সীমান্ত বাহিনীর কনভয়ে ভয়াবহ হামলা, ৫ জন নিহত আহত অন্তত ১২ জন
পাকিস্তানের নোশকি শহরে ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) কনভয়ের কাছে ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচ ফ্রন্টিয়ার কর্পস সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। কর্মকর্তাদের বরাতে এই খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
নোশকি স্টেশন হাউস অফিসার (এসএইচও) জাফরুল্লাহ সুমালানি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, হামলার স্থান থেকে পাওয়া প্রমাণ অনুযায়ী একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি এফসি কনভয়ের মধ্যে ধাক্কা দেয়। পরে হতাহতের এই ঘটনা ঘটে। পরে আহতদের এফসি ক্যাম্প এবং নোশকি টিচিং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এসএইচও সুমালানি আশঙ্কা করছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতদের সংখ্যা বাড়তে পারে।
সরকারের মুখপাত্র শহিদ রিন্দ এক বিবৃতিতে বলেছেন, বেলুচিস্তান সরকার হামলার নিন্দা করেছে। এতে আরও বলা হয়েছে, নিরাপরাধ বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা একটি নৃশংস কাজ। শত্রুরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সন্ত্রাসের মাধ্যমে জনগণের মনোবল কমানো যাবে না। রিন্দ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।