কাতারে স্বেচ্ছাসেবী ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত
‘বাংলাদেশী স্বেচ্ছাসেবক কাতার’ গ্রুপের আয়োজনে আলসাদ শহরের আল আরব ইন্টারন্যাশনাল একাডেমিতে জার্সি বিতরণ ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শুক্রবার সবার মাঝে নতুন জার্সি বিতরণ করা হয়। পরে বাংলাদেশী স্বেচ্ছাসেবকদের মধ্যে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
মোট ৪ টি দল অংশ নেয় টুর্নামেন্টে। এ সময় প্রায় ১৩০ জন বাংলাদেশী মোট স্বেচ্ছাসেবক উপস্থিতি ছিলেন। টুর্নামেন্টে বিজয়ী ও বিজিত এবং অংশ নেয়া সব ফুটবলারকে মেডেল দেয়া হয়।
টুর্নামেন্টে ফিফা বিশ্বকাপ, এএফসি-এশিয়ান কাপ, আরব কাপ ও কাতারে বিভিন্ন লোকাল ও ইন্টারন্যাশনাল ইভেন্ট এবং স্পোর্টস টুর্নামেন্টে বাংলাদেশী স্বেচ্ছাসেবক সদস্যরা উপস্থিত ছিলেন। কাতারে তারা নিয়মিত বিভিন্ন টুর্নামেন্ট ও ইভেন্টে স্বেচ্ছাসেবক সদস্য হিসেবে কাজ করে আসছেন।
এছাড়াও, কাতারে বাংলাদেশী স্বেচ্ছাসেবক গ্রুপ সমুদ্র পরিষ্কার, রক্তদান কর্মসূচি পালন করা ছাড়াও দূর প্রবাসে নিয়মিত ভালো কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।