রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে জামায়াতের ভ্রমন বাস ও ডামটাকে মুখোমুখি সংঘর্ষে নিহত ১
রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে ভয়াবহ বাস ও ডামটাকে মোখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। স্থানীয় সুত্রে জানা যায় চাঁপাইনবাবগঞ্জ রানিহাঁটি থেকে দুই টি বাস ভ্রমন ও দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের কবর জিয়ারত করার উদ্দেশে রওনা হয়েছিল।
বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতা কর্মীরা দুটি বাসে ভ্রমনের উদ্দশে রওনা দিয়েছিল । রাজশাহী খড়খড়ি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে এসে ডাম টাকের সাথে মোখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা এখনো জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর স্থানীয় লোক জনের সহযোগিতায় আহতদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে।
পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছে এছাড়া পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ করছেন বলে জানা গেছে ।