রাজশাহী দূর্গাপুর উপজেলার পালি বাজার থেকে পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
গত ২৯ এপ্রিল রাত্রি পৌনে বারোটার সময় এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশের একটি টিম।
গ্রেফতারকৃতর নাম মোঃ শরীফ আলী (২৫)। সে রাজশাহী পুঠিয়া থানাধীন পুঠিয়া রাজবাড়ী গ্রামের মোঃ হেকমত আলীর পুত্র।
এ সময় তার কাছে থেকে ০১ টি পিস্তল, ০১ টি ম্যাগজিন ও ০১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম।
পুলিশ সুত্রে জানা যায়, রাজশাহী জেলা ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাঘা থানার দুর্গম চর হতে একজন ব্যক্তি সিএনজিযোগে ০১ টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল, ০১টি ম্যাগজিন ও ০১ রাউন্ড গুলি বিক্রয়ের উদ্দেশ্যে দুর্গাপুর থানা হয়ে নাটোর জেলার নলডাঙ্গা থানার দিকে যাবে। উক্ত সংবাদের ভিত্তিতে দুর্গাপুর পালি বাজারে চেকপোস্ট বসিয়ে সিএনজি তল্লাশী কালে একজন পালানোর চেষ্টাকালে আটক করা হয়। অভিযুক্ত শরীফ আলীর দেহ তল্লাশি করে তার কোমরে কস্টেপ দিয়ে পেঁচানো অবস্থায় ০১ টি পিস্তল, ০১ টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি-সহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতর বিরুদ্ধে দুর্গাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।