কিশোরগঞ্জ থেকে এই ছেলেটি হারায়ে গিয়েছে কেউ সন্ধ্যান পেলে যোগাযোগ করার অনুরোধ
ওয়াহিদ কিশোরগঞ্জ প্রতিনিধি :
একটি হারানো বিজ্ঞপ্তি ঃ
মোঃ জিসান নামে এই ছেলেটি হারানো গিয়েছে। ১৩/ এপ্রিল ২০২৫/ রোজ রবিবার সন্ধ্যা ছয় ঘটিকায় সময় কিশোরগঞ্জ জেলার নতুন জেলখানা বেইলি ব্রিজের কাছে, আবুল হোসেন হাফিজিয়া মাদ্রাসা থেকে হারিয়ে যায়। জিসান নামে এই ছেলেটি তার পরোনে ছিলো আকাশি কালার পাঞ্জাবি গায়ের রং শ্যামলা ছেলেটি বয়স ১২ পিতা মোঃ উজ্জ্বল মিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গাংগাইল,কাদিরজংগল ছেলেটি নিজের গ্রামের বাড়ি সাতারপুর।
ছেলেটি নিজের নাম ও মায়ের নাম ও মোবাইল নাম্বার বলতে পারে। খোঁজ পেতে পরিবার ও এলাকাবাসী মাইকিং সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন মোঃ জিসানের পরিবার ।
আত্মীয় স্বজনের বাড়ি ও এলাকার বিভিন্ন স্থানে খোঁজ নিয়েছেন কোথাও মোঃ জিসানের সন্ধ্যান এখনো মিলেন নাই কেউ যদি জিসান নামে এই ছেলেটির সন্ধান পান তাহলে দুই টি নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছেন সন্তান হারা বাবা ও মা ।