জম্মু ও কাশ্মীরে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ৩ জওয়ান
গাড়ি খাদে পড়ে মৃত্যু হল তিন সেনা জওয়ানের। রবিবার সকালে জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় ব্যাটারি চশমার কাছে দুর্ঘটনাটি ঘটেছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সকাল ১১টা ৩০ নাগাদ ৪৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল সেনা কনভয়। সেই কনভয়ে ছিল ওই গাড়িটিও। ব্যাটারি চশমার কাছে গাড়িটির চাকা হঠাৎ পিছলে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ৭০০ ফুট গভীর খাদে পড়ে। ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ, এসডিআরএফ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থলেই তিন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে।
পহেলগাম হানার পর ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি হয়েছে। নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা রয়েছে। প্রায় প্রতিদিন সীমান্ত এলাকায় বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে পাক সেনা। এমন পরিস্থিতিতে আরও বেশি সংখ্যক সেনা মোতায়েনের জন্য এদিন কনভয় যাচ্ছিল শ্রীনগরে। পথে ঘটে এই দুর্ঘটনা। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, পেছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।