ভারত-পাকিস্তান ইস্যুতে জরুরি বৈঠকের আহ্বান নিরাপত্তা পরিষদে
ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি রুদ্ধদ্বার পরামর্শসভা আয়োজন করতে যাচ্ছে। ইসলামাবাদ এই বিষয়ে জরুরি বৈঠকের আহ্বান জানানোর পর এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে পাকিস্তান ১৫ সদস্যবিশিষ্ট ক্ষমতাধর নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে রয়েছে, আর চলতি মে মাসে পরিষদের সভাপতিত্ব করছে গ্রিস।
নয়াদিল্লি থেকে পিটিআই জানায়, ইসলামাবাদ ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা নিয়ে 'রুদ্ধ দ্বার পরামর্শ’ চেয়ে আবেদন জানায়, যার পরিপ্রেক্ষিতে গ্রিস আজ বিকালে এই বৈঠকটি আয়োজনের সময়সূচি ঠিক করে।
পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য- চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র - ছাড়াও দশটি অস্থায়ী সদস্য হলো: আলজেরিয়া, ডেনমার্ক, গ্রিস, গায়ানা, পাকিস্তান, পানামা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া ও সোমালিয়া।
২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহালগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্রতর হয়েছে। এ প্রেক্ষাপটে জাতিসংঘে গ্রিসের স্থায়ী প্রতিনিধি ও নিরাপত্তা পরিষদের সভাপতি রাষ্ট্রদূত এভানজেলোস সেকেরিস বলেন, 'যদি কেউ বৈঠকের অনুরোধ করে, তাহলে সেটা হওয়া উচিত। কারণ মতামত প্রকাশের সুযোগ থাকলে সেটা হয়তো উত্তেজনা কিছুটা প্রশমিত করতেও সাহায্য করতে পারে।'