সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত জাতীয় মহাসমাবেশ
মহাসমাবেশে আসার পথে সড়কে ঝরল ছয় প্রাণ, আমিরের শোক
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত জাতীয় মহাসমাবেশে আসার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম শোক প্রকাশ করেছেন।
আজ শনিবার (২৮ জুন) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহাসমাবেশে আসার পথে মুন্সিগঞ্জের শ্রীনগরে পাঁচজন এবং টাঙ্গাইলে একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দলের বেশকিছু নেতাকর্মী।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন