নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বলে ষড়যন্ত্র চলছে আগামী ৫ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জোনায়েদ সাকির
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি আগামী ৫ আগস্ট জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন। একইসঙ্গে তিনি রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে নতুন রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্দোবস্তের আহ্বান জানান।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত 'জুলাই সমাবেশে' প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জুলাই অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে শহীদদের স্মরণে এ সমাবেশের আয়োজন করা হয়।
জোনায়েদ সাকি বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে হবে। গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ এখন বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। তাই আগামী ৫ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার।
তিনি বলেন, সুষ্ঠু পরিবেশ নেই, এমন কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। নির্বাচন আয়োজনের জন্য সুষ্ঠু পরিবেশ অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু এটিকে অজুহাত করে নির্বাচন পেছানো যাবে না। ফলে কোনো দল যদি দখলদারি করতে চায়, আসুন আমরা প্রতিরোধ করি।
জোনায়েদ সাকি বলেন, অনেকেই বলছেন, নির্বাচন হলে তো আগের লোকই ক্ষমতায় আসবে। বাংলাদেশের মানুষ যদি নির্বাচন করে আগের লোককেই ক্ষমতায় আনেন, তাহলে আপনি কে.? এইটা ঠিক করার। আপনি সবচেয়ে ভালোটা বোঝেন, পাবলিক কিছু বোঝে না।
গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমীর সভাপতিত্বে ও যুগ্ম-নির্বাহী সমন্বয়ক নাসিরউদ্দিন তালুকদারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আতিকুর রহমান ও গণসংহতি আন্দোলনের জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী মো. হারুন,