ভারতের ছত্তিশগড়ে প্রায় ৪০ জন আধাসামরিক বাহিনীর সদস্য সহ ১৭৭ জন নিরাপত্তা কর্মী আত্মঘাতী
১৭৭টি আত্মহত্যা! ১৮টি খুন! ২০১৯ থেকে ২০২৫-এর ১৫ জুনের মধ্যে ছত্তিশগড়ে প্রায় ৪০ জন আধাসামরিক বাহিনীর সদস্য সহ ১৭৭ জন নিরাপত্তা কর্মী আত্মঘাতী হয়েছেন। নিজেরাই নিজেদের জীবন নিয়েছেন! সহকর্মীকে খুনের ঘটনাও ঘটেছে ১৮টি। রাজ্য বিধানসভায় উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মার লিখিত বিবৃতি দিয়ে ভয়ংকরভাবে উদ্বেগজনক এই তথ্য জানিয়েছেন।
বেশিরভাগ ক্ষেত্রেই এই ঘটনাগুলি হয় ব্যক্তিগত বা স্বাস্থ্য সংক্রান্ত মানসিক চাপ থেকেই ঘটেছে বলে তদন্তে উঠে এসেছে। পুলিসি তদন্তে পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা, মদ্যপানের প্রতি আসক্তি, রাগ সংক্রান্ত মানসিক স্বাস্থ্য সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। ১৭৭ জন আত্মঘাতী নিরাপত্তা রক্ষীর মধ্যে ২৬ জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিস ফোর্সের (সিআরপিএফ) সদস্য, ৫ জন সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) সদস্য, ৩ জন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিসের (আইটিবিপি) সদস্য এবং একজন করে সশস্ত্র সীমা বল (এসএসবি), কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) ও ত্রিপুরা রাজ্য রাইফেলসের সদস্য।
২০১৯: ২৫ জন
২০২০: ৩৮ জন
২০২১: ২৪ জন
২০২২: ৩১ জন
২০২৩: ২২ জন
২০২৪: ২৯ জন
২০২৫ (১৫ জুন পর্যন্ত): ৮ জন
এই সময়ের মধ্যে ১৮টি খুনের ঘটনাও ঘটেছে। যেখানে জওয়ানরা তাঁদের সহকর্মীদের উপর গুলি চালান। উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মার তাঁর বিবৃতিতে আরও জানিয়েছেন, ইতিমধ্যেই নিরাপত্তা রক্ষীদের মানসিক স্বাস্থ্যের দেখভাল ও অন্তর্নিহিত চাপ মোকাবিলায় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। কাউনসেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।