দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে মেডিকেলে পৌঁছে দিলেন কাটাখালী থানা পুলিশ
নিজস্ব প্রতিনিধি:
আজ ( ৩১জুলাই )সকাল আনুমানিক ৬ টা ৩০ মিনিটে সমসাদিপুর গ্যারেজের পশ্চিম পাশে ঢাকা রাজশাহী মহাসড়কের উপরে অজ্ঞাত যানবাহনের আঘাতে আহত ব্যক্তিকে কাটাখালি থানা পুলিশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে ভর্তি করেন ।
উল্লেখিত ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আই সি ইউ নং -৫, বেড নং ৭ এ স্থানান্তর করা হয়েছে। ভিকটিমের নাম: মোহাম্মদ বাদশা (৪০), পিতা-মৃত আব্দুস সাত্তার গ্রাম -নামভদ্রা, থানা চন্দ্রিমা, আর এমপি রাজশাহী।
ভিকটিমের পকেটে থাকা দশ হাজার একশত ত্রিশ টাকা ভিকটিমের জামাই মোঃ সাব্বির হোসেনকে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য কাটাখালী থানার ফেসবুক পেজে ভিকটিমের ছবি পোস্টের মাধ্যমে তার পরিচয় সনাক্ত সম্ভব হয়।
আমরা ক্রাইম নিউজ প্রতিদিন, কাটাখালী থানা এলাকার সাধারণ মানুষের কাছে জানতে পারি,
এরকম কাজের জন্য কাটাখালী থানা পুলিশের উপরে আস্তা ফিরে আসছে এলাকাবাসীর, এছাড়াও এলাকাবাসী আরো জানান বর্তমান অফিসার ইনচার্জ আব্দুল মতিন আসার পর থেকেই এমন উদ্যোগ চলমান রয়েছে।