পুলিশ কমিশনারের সভাপতিত্বে রাজশাহী রাইফেল ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
আজ ২৪ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ, বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হলো রাজশাহী রাইফেল ক্লাবের কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সভা। সভার শুরুতেই রাইফেল ক্লাবের পক্ষ থেকে পুলিশ কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান রাইফেল ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার ও সভাপতি, রাইফেল ক্লাব, রাজশাহী মহোদয়। কমিশনার মহোদয় ক্লাবের সার্বিক অগ্রগতি, কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তিনি সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও তিনি অত্র ক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) সহ আরএমপি’র বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজশাহীর রাইফেল ক্লাবের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ।