গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন দুর্গাপুর প্রেসক্লাবের
ইসমাইল হোসেন নবী দূর্গাপুর প্রতিনিধি:
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় দুর্গাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর প্রেস ক্লাব ও সাংবাদিক সমাজের আয়োজনে বড় ব্রিজ এলাকার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি জীবন আলী সবুজ কোরবান, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবলু, সাংবাদিক সমাজের সভাপতি ইসমাইল হোসেন নবী ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনসহ উপজেলার বিভিন্ন পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন ও রেডিওর সংবাদকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন— তুহিন হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের মৃত্যু নয়, এটি দেশের গণমাধ্যমের ওপর ভয়ংকর আঘাত। আমরা সত্য প্রকাশে জীবনের ঝুঁকি নিই, অথচ আমাদের নিরাপত্তা নেই। সাংবাদিকদের উপর হামলা, হত্যা, নির্যাতন বন্ধ করতে হবে।
তারা আরও বলেন— সরকারকে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে, যাতে আর কোনো তুহিনের প্রাণ ঝরে না যায়।
সাংবাদিক নেতারা তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানান। তারা বলেন—
গণতন্ত্র রক্ষায় মুক্ত গণমাধ্যম অপরিহার্য। সাংবাদিকদের ওপর হামলা মানে জনগণের কণ্ঠরোধ করা। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।
এ সময় দুর্গাপুর সাংবাদিক সমাজের সভাপতি মো: ইসমাইল হোসেন (নবী) তুহিন হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই হত্যাকাণ্ডের বিচার না হলে সারাদেশে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।
প্রসঙ্গত, গত ৭ আগস্ট বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে ঢাকার গাজীপুর মহানগরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই দেশের সাংবাদিক মহলে ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।