চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমতে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরেছি এলাকাবাসীর মধ্যে
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব জানান, গতকাল বুধবার বেলা ৩টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ১ সেন্টিমিটার কমেছে।
তিনি জানান, বুধবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৬ ঘণ্টায় পানি ১ সেন্টিমিটার বেড়েছিল। তবে পরবর্তী ১৮ ঘণ্টায় আবার ১ সেন্টিমিটার কমে যায়। বর্তমানে পদ্মায় পানির সমতল ২১.৭৩ মিটার, যা বিপদসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
টানা ৭ দিনের পানি বৃদ্ধিতে সদর ও শিবগঞ্জ উপজেলার পদ্মা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। এতে ১১ হাজারের বেশি পরিবার পানিবন্দী হয় এবং প্রায় ২ হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে যায়।
পানি কমতে শুরু করায় দ্রুত এসব এলাকা থেকে প্লাবনের পানি নেমে যাবে বলে আশা প্রকাশ করেছেন পাউবোর নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব।