আরএমপি’পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) কার্যালয় পরিদর্শন করলেন
আজ ১১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০:৩০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) কার্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) জনাব দীন মোহাম্মদ পুলিশ কমিশনার মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা জানান।
পরবর্তীতে পুলিশ কমিশনার মহোদয় উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) কার্যালয়ের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
তিনি জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিতকরণে জনগণের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব পংকজ কুমার দে, সহকারী পুলিশ কমিশনার (বোয়ালিয়া ও কাশিয়াডাঙ্গা) মোহা: আকবর হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।