রাজশাহীতে জুলাই্ শহিদ পরিবার ও যোদ্ধাদের সম্মানে আয়োজিত সম্মিলন অনুষ্ঠান
শহিদ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষ্যে আজ ৫ আগস্ট সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে অনুষ্ঠিত হয় জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবু সুফিয়ান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মহোদয়।
গণঅভ্যুত্থানের গৌরবগাথা ও আত্মত্যাগের ইতিহাস নিয়ে প্রদর্শিত হয় একটি প্রামাণ্যচিত্র। স্মৃতিচারণ করেন সেই বীর যোদ্ধারা, যারা ২০২৪ সালের জুলাইয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে। চোখের জলে আর গর্ব নিয়ে স্মৃতিচারণ করেন শহিদ পরিবারের সদস্যরা।
অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের জন্য দোয়া করা হয় এবং শহিদ পরিবার ও যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।
জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদসহ সকল অংশগ্রহণকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।