পাবনায় বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে পাবনা ঘোড়া স্ট্যান্ডে অবস্থিত বিএনপির আঞ্চলিক কার্যালয়ে কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার বাদ মাগরিব বিএনপি নেতা মতিউর রহমান হীরার সভাপতিত্বে দোয়া মাহফিলের পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রেহানুল ইসলাম বুলাল , জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, আতাইকুলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও দৈনিক খবর বাংলার সম্পাদক আলহাজ ডা. আব্দুস সালাম, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সহ সম্পাদক সাব্বির হোসেন তুহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় পৌর যুবদলের যুগ্ম সম্পাদক শেখ শাহিন, যুবদল নেতা কামাল বিশ্বাস, সদর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুস সামাদ, বিএনপি নেতা ইলিয়াস আহমেদ ইলু, মো. মমতাজ, জাহাঙ্গির আলমসহ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. জাহাঙ্গীর।