তানোর উচ্চ বালিকা বিদ্যালয় পরিদর্শনে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার
নিজস্ব প্রতিনিধি:
রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার তানোর বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন।পাশাপাশি বিভিন্ন ক্লাস রুমে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমানসহ সহকারী শিক্ষকদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন জেলা প্রশাসক। বিদ্যালয়ের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের নির্দেশ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান । তানোর সহকারী কমিশনার (ভূমি) শিব সংকর বসাক,তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসেন ।
পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, তানোর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুল হক মন্ডল,তানোর পৌরসভা ৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিল ও তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য হাবিবুর রহমান,তানোর পৌর ৫নং ওয়ার্ড সভাপতি সমসের সরকার আঃ লতিব সরকারসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন
