হবিগঞ্জের নবীগঞ্জে পূর্বের শত্রুতার জেরে একজনকে চাকু দিয়ে হত্যা
নিজস্ব প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ চলাকালে ছুরিকাঘাতে ইমরুল মিয়া(৪০) নিহত হয়েছেন।
৭নভেম্বর(শক্রুবার)দুপুরে নামাজের সময় একই গ্রামের রুশেল মিয়া(২২)ধারালো চাকু দিয়ে তাকে আঘাত করে।গুরুতর আহত অবস্থায় ইমরুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)শেখ কামরুজ্জামান জানান,পূর্বের শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।
