বিচারকের বাসায় হামলার প্রতিবাদে কলম বিরতি পালনের হুঁশিয়ারি জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের
নিজস্ব প্রতিনিধি:
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার স্ত্রীকে কুপিয়ে আহত ও ছেলেকে হত্যার প্রতিবাদ বিচারকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ দুটি দাবি পূরণে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।
এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী রোববার (১৬ নভেম্বর) থেকে দেশজুড়ে একযোগে কলম বিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শুক্রবার (১৪ নভেম্বর) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আল্টিমেটাম ঘোষণা করা হয়।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুটি প্রধান দাবি জানানো হয়েছে:
১. সকল আদালত, বিচারকদের বাসস্থান ও যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিয়োগ করে বিচারকদের কাজের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
২. রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলায় জড়িত এবং গ্রেপ্তারকৃত আসামিকে আইনবহির্ভূতভাবে গণমাধ্যমের সামনে উপস্থাপনকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
