বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:
আজ রবিবার বিকেল ৪টায় নগরীর বেলদারপাড়া সাবিত্রি স্কুল প্রাঙ্গণে ২০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এতে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য এবং রাজশাহী-২ (সদর) আসনে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া অনুষ্ঠিত হচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার ভূমিকা তুলে ধরে তিনি দ্রুত আরোগ্য কামনা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের সংকটময় মুহূর্তে জনগণের আশা-ভরসার প্রতীক। তার সুস্থতা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ। বক্তারা সকলকে ধৈর্য, ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।
শেষে দেশ, জাতি ও বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়
