পুলিশ কমিশনারের নেতৃত্বে আরএমপির কল্যাণ সভা অনুষ্ঠিত
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক কল্যাণ সভা আজ ২৯ জুন ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়।
সভায় পুলিশ সদস্যরা তাঁদের বিভিন্ন সমস্যা ও কল্যাণমূলক প্রস্তাব উপস্থাপন করেন। পুলিশ কমিশনার মহোদয় প্রস্তাবগুলো মনোযোগ দিয়ে শুনেন, গুরুত্বসহকারে পর্যালোচনা করেন এবং দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “পেশাগত দায়িত্ব পালনে শৃঙ্খলা, সততা ও দায়িত্ববোধ সর্বদা অটল রাখতে হবে। দায়িত্বে অবহেলা বা অসদাচরণকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। এছাড়াও তিনি পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভা শেষে অবসরপ্রাপ্ত পুলিশ ও নন-পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে সহকারী পুলিশ কমিশনার জনাব মো: বেলায়েত হোসেন, স্টেনোগ্রাফার-কাম-কম্পিউটার অপারেটর জনাব মো: নূরুল ইসলাম মল্লিক, কনস্টেবল মো: আ: সালাম এবং পরিচ্ছন্নতাকর্মী শ্রী মিলন চন্দ্র জামাদারকে বিদায়ী সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন। তাঁদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান পুলিশ কমিশনার মহোদয়।
অনুষ্ঠানে জনাব নাজমুল হাসান, পিপিএম অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্তসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।