বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫ মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ঘটনার প্রেক্ষিতে দায়ের করা মামলাগুলোর মধ্যে ১৫টিতে চার্জশিট দিয়েছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চার্জশিট দেওয়া মামলাগুলোর মধ্যে ৫টি হত্যা মামলা এবং ১০টি অন্যান্য অপরাধসংক্রান্ত মামলা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চার্জশিটকৃত ৫টি হত্যা মামলার মধ্যে ৩টি মামলা শেরপুর ও ১টি কুড়িগ্রাম জেলার এবং ১টি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের।
এতে আরো জানানো হয়েছে, অন্যান্য ধারার ১০টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১টি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১টি এবং চাঁপাইনবাবগঞ্জের ৩টি, সিরাজগঞ্জের ২টি ও পাবনা জেলার ১টি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তাধীন ২টি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দায়েরকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলাসমূহ তদারক করছেন। রুজুকৃত অন্যান্য সব মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে।