রাজশাহীতে ১২৩ ‘চাঁদাবাজের’ তালিকা নিয়ে তোলপাড়, করলো কে?
বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের পরিচয়ধারী ১২৩ জন ‘চাঁদাবাজের’ নাম সংবলিত একটি কথিত তালিকা রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। এই তালিকায় বিএনপি, ছাত্রদল ও তাদের সহযোগী সংগঠনের ৪৪ নেতাকর্মী, ক্যাডার, সমর্থকের নাম পরিচয় রয়েছে। আওয়ামী লীগের ২৫ জন ও জামায়াতের ছয় জনের নাম রয়েছে। তবে বাকিগুলোর নাম ঠিকানা থাকলেও নেই রাজনৈতিক পরিচয়। তাদের বলা হয়েছে ‘সুবিধাবাদী’।
প্রায় দুই সপ্তাহ ধরে তালিকাটি হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। হাতে এসেছে গণমাধ্যমকর্মীদেরও। এটি নিয়ে ভেতরে-ভেতরে আলোচনা চললেও নগরউর বোয়ালিয়া থানায় একটি চাঁদাবাজির মামলা হওয়ার পর তোলপাড় সৃষ্টি হয়েছে।
তবে পুলিশ বলছে, ‘এ তালিকা তারা করেনি। তবে তালিকার বিষয়ে তারা গণমাধ্যম কর্মীদের থেকে শুনেছেন।’ এই তালিকা পুলিশের নাকি সরকারের অন্যকোনও সংস্থার তা নিশ্চিত হওয়া যায়নি।
সম্প্রতি রাজশাহীর একজন আবাসন ব্যবসায়ীর দায়ের করা চাঁদাবাজির মামলায় এই তালিকার ১৮ জনের নাম রয়েছে। সেই মামলায় ছাত্রদল ও যুবদলের নেতাদের প্রধান আসামি করা হয়েছে। এই মামলার প্রতিবাদে তারা নগর বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ছাড়াও নগরীর সাহেববাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
তালিকায় দেখা গেছে, বোয়ালিয়া থানা এলাকায় ২২, রাজপাড়া থানা এলাকায় ১৮, চনিন্দ্রমা থানা এলাকায় ১২, মতিহার থানা এলাকায় ৭, শাহ মখদুম থানা এলাকায় ২০, এয়ারপোর্ট থানা এলাকায় ১০, পবা থানা এলাকায় ৮, কর্নহার থানা এলাকায় ২০ এবং কাশিয়াডাঙ্গা থানা এলাকার ৬ জনের নাম রয়েছে।
এই তালিকার এক নম্বরে নাম রয়েছে পটু বাবু। তিনি ৭ জুলাই গ্রেফতার হয়েছেন। ২ নম্বরে নাম আছে ককটেল মুরাদ। তিনি গ্রেফতার হয়েছেন ২১ জুলাই। পটু বাবুর বিষয়ে লেখা রয়েছে, ‘তিনি গাঁজা ফেন্সি বিক্রেতা ও ছিনতাই চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। জিরো পয়েন্ট বড় মসজিদের দক্ষিণ পাশে মসজিদ মিশন স্কুলের আশপাশে বিভিন্ন দোকানে পণ্য সরবরাহকারী কাভার্ডভ্যান গাড়ি থেকে তিনি চাঁদাবাজি করেন। তিনি ভুয়া সাংবাদিকের কার্ড করে নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন। বর্তমানে সক্রিয়।’
গ্রেফতার ককটেল মুরাদের বিষয়ে লেখা হয়, ‘তিনি গাঁজা বিক্রেতা ও ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। জিরোপয়েন্ট বড় মসজিদ এলাকায় চাঁদাবাজি করেন। তার বিভিন্ন অপকর্মে ও অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ বলে জানা যায়।’
গত বুধবার (২৩ জুলাই) মোস্তাফিজুর রহমান নামের এক ডেভেলপার ব্যবসায়ী দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নগরের বোয়ালিয়া থানায় একটি মামলা করেন।
এ মামলায় ৩৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ১৮ জনেরই নাম রয়েছে ছড়িয়ে পড়া ‘চাঁদাবাজদের’ কথিত ওই তালিকায়। ইতিমধ্যে গ্রেফতার হওয়া পটু বাবু ও ককটেল মুরাদও এ মামলার আসামি।