বাঘা থানার একরাতের অভিযানে পেশাদার চোর ও নারী আসামী-সহ ১৩ জন গ্রেফতার
রাজশাহীর বাঘায় একজন পেশাদার চোর-সহ এক রাতে ওয়ারেন্টভুক্ত ১৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।এদের মধ্যে একজন নারী আসামী রয়েছেন। বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বাঘা থানা পুলিশ তাদের আটক করেন।
বাঘা থানা পুলিশের মুখপাত্র জানান, গত (০৬ আগষ্ট)বুধবার রাতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার অভিযানে নামেন বাঘা থানা পুলিশের পৃথক দুটি দল । এই অভিযানে পেশাদার চোর মোঃ সুজন আলীকে গ্রেফতার করা হয়। সুজন আলী (৪৫)একদল চোরের সর্দার হিসাবে পরিচিত। তার নামে থানায় বেশ কয়েটি মামলা রয়েছে। এ ছাড়াও একজন ওয়ারেন্ট ভুক্ত নারী আসামী মোছাঃ রুপা খাতুন(৩০)-সহ মোট ১৩ জন আসামীকে গ্রেফতার করেন পুলিশের পৃথক দুটি দল।
অন্যান্য গ্রেফতারকৃতরা হলেন- মোঃ হামিদুল ইসলাম (২৪), মোঃ রাকিবুল ইসলাম (২৫), মোঃ আতিকুর রহমান(২৮) মোঃ বিদ্যুত হোসাইন ওরফে নাজিম(৩৮) মোঃ আমিনুল ইসলাম বাবু(২৬)মোঃ শামিম রানা সান্টু (৩৬), মোঃ মামুন (৩০), মোঃ রায়হান(৩৫), মোঃ লিটন(৫০), মোঃ রবিউল ইসলাম (৩৭) ও মোঃ এজাজুল (২২)।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)আ.ফ.ম আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃত সকল আসামীকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।