রাজশাহীতে রাস্তার কাজ দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি :
রাজশাহীর বোয়ালিয়া মডেল থানাধীন কয়েরদাঁড়া স্কয়ার ফার্মাসিটিক্যাল ডিপোর সামনে দীর্ঘদিন রাস্তার কাজ বন্ধ থাকায় জনদুর্ভোগে পড়েছে এলাকার মানুষ পুনরায় দ্রুত সংস্কারের দাবিতে শুক্রবার সকাল ১১টার দিকে ঐ এলাকার স্থানীয় লোকজন মানববন্ধন করেন।
মানববন্ধন কর্মসূচি খ্রিস্টানপাড়া মোড় থেকে টিটিসি মোড় পর্যন্ত এলাকার চলাচলে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় এবং জনদুর্ভোগের কারণে আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর সভাপতি মমিনুল ইসলাম, নবজাগরণ ক্রীড়া সংঘ কয়েরদাঁড়া সভাপতি মুরাদ উল আলম খান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পলিটেকনিক ওয়ার্কশপ সুপার শাখাওয়াত হোসেন সজীব, শ্রমিক কল্যাণ ফেডারেশন ১৬ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি শিমুল ইসলাম রাতুলসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
বক্তারা রাস্তাঘাট সংস্কারের দাবিতে নানা বক্তব্য প্রদান করেন।এছাড়া বক্তারা আগামী তিন মাসের মধ্যে রাস্তার কাজ পুনরায় শুরু এবং দ্রুত সংস্কার না হলে কঠোর আন্দোলনের হুমকিও দেন।