রাজশাহীতে নির্বাচনের আগে গণভোটের দাবি : মিয়া গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিনিধি:
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একইসঙ্গে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নব্য ফ্যাসিবাদ প্রতিষ্ঠার কোনো চক্রান্তে পা না দেওয়ার হুঁশিয়ারি দেন।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে রাজশাহী বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। আন্দোলনরত জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলের উদ্যোগে নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতরে থাকা কিছু ব্যক্তির কুপরামর্শে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা করা হয়েছে, যা বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে। তিনি বলেন, জনগণ জাতীয় নির্বাচনের আগেই গণভোট চান
তিনি আরও বলেন, সরকারের আদেশ তো কোনো ওহীর বাণী নয় যে পরিবর্তন করা যাবে না। সুষ্ঠু নির্বাচন করতে হলে গণভোটের তারিখ পরিবর্তন করতেই হবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল দাবি করেন, তাদের আট দলীয় জোটের পরিধি বাড়ছে এবং আরও রাজনৈতিক দল এতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করছে। তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ের সব রাজনৈতিক দলের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগ আছে-তাই নতুন বাংলাদেশ গড়তে সেসব প্রথার অবসান ঘটাতে হবে ।
তিনি ঘোষণা দেন, দুর্নীতিকে ‘লাল কার্ড’ দেখানো হবে। সন্ত্রাস ও দমন-পীড়নের অবসান ঘটানো হবে।ভিন্নমতকে দমন নয়, মর্যাদা দেওয়া হবে। নৈতিক, কারিগরি ও উৎপাদনমুখী শিক্ষা বিস্তারের মাধ্যমে তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তোলা হবেG
তার দাবি, বিস্তৃত এই জোট আগামীতে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে ভূমিকা রাখবে।
পরওয়ার বলেন, ডেট ঘোষণা করা হলেও নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে জাতির মধ্যে গভীর সংশয় আছে। তিনি জানান, তাদের পূর্ব ঘােষিত পাঁচ দফা- লেভেল প্লেয়িং ফিল্ড, পিআর পদ্ধতি, জুলাই সনদের স্বীকৃতি, ফ্যাসিবাদীদের বিচার।
তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। খুলনার আদালত চত্বরে দিনের বেলায় দুইজনকে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন যে প্রশাসন আদালতের সামনে হত্যাকাণ্ড ঠেকাতে পারে না, তারা নির্বাচনের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে?
তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে, কোনো দলকে গোপনে ক্ষমতায় আনার চেষ্টা না করতে এবং ভোট ডাকাতির কোনো পুনরাবৃত্তি না ঘটাতে
