রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার
নিজস্ব প্রতিনিধি:
রাজশাহী নগরীর চন্দ্রিমা থানাধীন আসাম কলোনী পাওয়ার হাউজ মোড় এলাকায় মাদক বিরোধী সংগঠন তৈরি কে কেন্দ্র করে মাদকবিরোধী সংগঠনের প্রচার সম্পাদক বাবুকে মাদক ব্যবসায়ী কর্তৃক মারধর ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক সোয়া ১১ টায় অফিসের ৪ লাখ ১২ হাজার টাকা এক অফিস থেকে অন্য অফিসে নিয়ে যাওয়ার সময় লাইলী ভবনের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি তার পথরোধ করে। এ সময় লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে তার জ্যাকেটের পকেটে থাকা ৪ লাখ ১২ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়।
নগরীর চন্দ্রিমা থানায় মামলা দায়ের এর পরেও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার না করাই উদ্বেগ প্রকাশ করেছেন মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয়রা।
