রাজশাহী লক্ষ্মীপুরে দুর্বৃত্তের হামলায় ফার্মেসির ম্যানেজার গুরুতর আহত: নগদ ১০ লক্ষ টাকা ছিনতাই
রাজশাহীর রাজপাড়া থানা এলাকায় লক্ষ্মীপুর
বহুমুখী গার্লস স্কুলের পাশে পলাশ ফার্মেসিতে আনুমানিক রাত ৭. ৫০ মিনিটে ৫-৬ জনের একটি দল সন্ত্রাসী সঙ্ঘবদ্ধ হইয়া পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে ধারালো চাপাতি রামদা ,তরোয়াল, রড, লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায়। রাতে দুর্বৃত্তের হামলায় পলাশ ফার্মেসীর ম্যানেজার গোলাম কিবরিয়া (৩৪) নামে একজন কে গুরুতর যখন করে। হত্যার উদ্দেশ্যে এবং পলাশ ফার্মেসির ক্যাশ বাক্স হইতে ১০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ সময় স্থানীয়দের সহযোগিতায় গোলাম কিবরিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিওতে ভর্তি করা হয়। গোলাম কিবরিয়া এখন চিকিৎসাধীন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
আহত কিবরিয়ার ছোট ভাই আব্দুল্লাহ বলেন, আমার ভাই কে ফার্মেসীর ব্যাবসাকে কেন্দ্র করে। আবু সাঈদের হুকুমে আলামিনের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপ মারে আলামিন, এসময় দোকান মালিক ফজলুর রহমান ধরতে গেলে তাহার হাতের উপর হাতুড়ি দিয়ে মারে এতে ফজলুর রহমানের হাতের কবজি ভেঙে যায়।
২৪ মে ২০২৫ শনিবার গোলাম কিবরিয়ার ছোট ভাই আব্দুল্লাহ রাজপাড়া থানায় গিয়ে ৭ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
১/মো: আবু সাঈদ জুয়েল( ৪৫),পিতা-মৃত আনসার আলী,সাং- হেতেম খা কলাবাগান, থানা-বোয়ালিয়া, ২/মো: জুয়েল( ৩২ ) পিতা - মোঃ খোকন সাং বনপাড়া থানা,নাটোর জেলা নাটোর, বর্তমান ঠিকানা টুলটুলি পাড়া,থানা কাশিয়াডাঙ্গা
৩/ মো: আল-আমিন পিতা মোঃ ফজল আলী সাং হোসেন মহল নিমতলা ৪/ মো: রিকু( ২৮ )পিতা -লোকমান, সাং- ঘোষ মাহাল, উভয় থানা- রাজপাড়া, ৫/রকি ওরফে মোটা রকি( ৩৫)সাং এতক্ষন খা,কলাবাগান, থানা- বোয়ালিয়া,৬/ আ: রহমান( ৩৫) পিতা -মৃত সকিস কুমার, সাং- ঘোষমাহাল থানা, ৭/মো: রিয়াদ (২৭)পিতা - মৃত বাবু ওরফে গাল কাটা বাবু সাং, নিমতলা থানা -রাজপাড়া এছাড়া আরো পাঁচ ছয় জনকে অজ্ঞাতনামা আসামি করে রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।