রাজশাহীতে মামলা করায় বাদীর বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
নিজস্ব প্রতিনিধি:
রাজশাহীর মতিহার থানা এলাকায় পারিলা ইউনিয়নের বামুনশিখড় গ্রামে জমি দখল ও হত্যার হুমকি ও বাড়িতে হামলার অভিযোগ
ভুক্তভোগী মোঃ গাজী শাহ ( ৩৬) পিতা মৃত ইদল শাহ, জানায় জমি দখল বুঝিয়ে না দেয়ায় রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা নং -১৫ পি/২০২৪ (মতিহার) ১৪৫ ধারায় মামলা করায় বিবাদীগণ সংঘবদ্ধ হয়ে বুধবার দুপুর ১.৪৫ মিনিটে গাজী শাহার বসত বাড়িতে হাশুয়া, লাঠি হাতে হামলা করে ও অকথ্য ভাষায় গালাগালি এবং প্রাণনাশের হুমকি দেয়।
পরে গাজী শাহ (৩৬) , পিতা মৃত ইদল শাহ , গ্ৰাম বামনশিখড় , থানা মতিহার ,জেলা রাজশাহী বাদী হয়ে নগরীর মতিহার থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
১ নং আসামি মোঃ গোলাম নবী (৬৫) , ২ নং মোঃ আব্দুল সালাম (৫০) , উভয়ের পিতা মৃত নইমুদ্দিন মন্ডল , ৩ নং মোঃ ছিদ্দিক (৫৫) , ৪ নং গবরা , উভয়ের পিতা তমিরুদ্দীন মন্ডল , ৫ নং মোসাঃ উমেনা খাতুন (৪৫) , স্বমী ছিদ্দিক, ৬ নং উমেদ (২২) , পিতা - ছিদ্দিক, ৭ নং মোঃ আফজাল (২০) ,
পিতা -গবরা , ৮ নং মোঃ সোহেল (২২) , পিতা-মৃত জালাল, সর্ব সাং বামনশিখড় ( দক্ষিণ পাড়া ) থানা মতিহার রাজশাহী মহানগর ।
এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন অভিযোগ পাওয়া গিয়াছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
