মহান বিজয় দিবসে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজশাহী মহানগরীতে বসবাসরত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫ খ্রি.) দুপুর আড়াই টায় আরএমপি পুলিশ লাইন্সের পিওএম কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ড. মো: জিল্লুর রহমান।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে মোট ৩৩ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধা এবং ১৬ জন শহিদ ও প্রয়াত পুলিশ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।
পুলিশ কমিশনার অনুষ্ঠানে বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের ত্যাগ চিরস্মরণীয়। আমাদের দায়িত্ব দেশের স্বাধীনতা রক্ষা করা এবং দেশের উন্নয়ন নিশ্চিত করা। মাদক ও দায়িত্বহীনতা প্রতিরোধে সমাজ ও আইন প্রয়োগকারী সংস্থার সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। শিক্ষার মান, শৃঙ্খলা এবং কারিগরি দক্ষতা নিশ্চিত করেই আমাদের আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে।”
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) চলতি দায়িত্বে মো. ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (মতিহার) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. আল মামুনসহ আরএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
