দায়মুক্তি আইন বাতিলের দাবিতে রাজশাহীতে ক্যাবের মানববন্ধন অনুষ্ঠিত,,
দায়মুক্তি আইনের আওতায় বিদ্যুৎ জ্বালানি খাতে সম্পাদিত ও ক্রয় চুক্তি বাতিল এবং জ্বালানি খাতে অপরাধীদের বিচারের দাবিতে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে সকাল ১১ ঘটিকায় কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) এর রাজশাহীর সহ-সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) এর রাজশাহীর সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মামুন মানববন্ধন পরিচালনা করেন।
তিনি তার বক্তব্য বলেন,অবৈধ ফ্যাসিস সরকারের সময়ে যৌথ মালিকানায় বিদ্যুৎ জ্বালানি খাতে সীমাহীন অনিয়ম দুর্নীতি বন্ধ করতে হবে। সরকারি মালিকানাধীন কোম্পানি তথা জনগণের সম্পত্তির শেয়ার ব্যক্তি খাতে হস্তান্তর করা যাবে না,কস্ট প্লাস নয় সরকার শুধু কস্ট বেসিসে মুনাফামুক্ত বিদ্যুৎ ও জ্বালানি সেবা দিতে হবে। তিনি আরো বলেন,এ-তো অনিয়ম দুর্নীতি করার পরে-ও ফ্যাসিস সরকার ঐ সময়ের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে পুরুষকৃত করেন,শুধু তাই না বিদ্যুৎ ও জ্বালানি খাতে যারা অনিয়ম দুর্নীতি করেছেন ফ্যাসিস সরকার তাদের অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে কোন মামলা করা যাবে না,এই মর্মে সরকার তাদের জন্য সুরক্ষা আইন ও পাস করেন।
এসময় উপস্থিত ছিলেন,রাজশাহী ক্যাব এর উপদেষ্টা ইন্জি. খাদেমুল ইসলাম, সম্পাদক সোনালী সংবাদ লিয়াকত আলী, শিক্ষা সুরক্ষা কমিটি, রাজশাহীর সহসভাপতি ওবায়দুর রহমান , ক্যাব সাংগঠনিক সম্পাদক সুভাস চন্দ্র হেমরম,ক্যাব দপ্তর সম্পাদক কবি অম্লান অনিরুদ্ধ, ক্যাব পবা সভাপতি নাজমুল হক,ক্যাব ইয়ুথ গ্রুপের সভাপতি জুলফিকার হায়দর, সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাগরিকা, ক্যাব ইয়ুথ গ্রুপ রাজশাহী কলেজ সভাপতি শরিফুল ইসলাম সৌরভ প্রমুখ।
